Friday 22 March 2013

Home

পশ্চিমবঙ্গ আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতি চর্চা কেন্দ্র

'পশ্চিমবঙ্গ আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতি চর্চা কেন্দ্রকলকাতায় অবস্থিত একটি বেসরকারিঅলাভজনকগবেষণা সংস্থা এটি পশ্চিমবঙ্গঅসমওড়িসাঝাড়খন্ড এবং বাংলাদেশের আঞ্চলিক-ইতিহাসমৌখিক-ইতিহাসলৌকিক-ইতিহাস,জন-সংস্কৃতিলোক-সংস্কৃতিলোক-কথাউপ-কথারূপ-কথা,লোক-সঙ্গীতলোকায়ত-দর্শনভাসমান-অলিখিত-জন-সাহিত্যপ্রত্নতত্ত্বনৃতত্ত্বপ্রভৃতি বিষয়ে গবেষণাচর্চা,আলোচনাপ্রচার ও গ্রন্থাকারে প্রকাশের কাজে নিয়জিত

এই গবেষণা সংস্থাটির মূল লক্ষ্যগুলি হল-

আঞ্চলিক ও লোকায়ত উপাদানের ভিত্তিতে জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাসের পুনর্বিশ্লেষনপুনর্গঠন ও পুনর্লিখন
সাধারণ মানুষপ্রান্তিকনিম্নবর্গীয় মানুষের কন্ঠস্বরকে ইতিহাসে প্রাপ্য স্থান প্রদান
জনসাধারণের মধ্যে ইতিহাসকে জনপ্রিয় করে তোলা এবং তাঁদের মধ্যে ইতিহাস বোধের ও ইতিহাস চর্চার প্রসার ঘটানো
ইতিহাস বিষয়ে গবেষণামূলক জার্নাল ও মোনগ্রাফ প্রকাশ করা